চাঁপাইনবাবগঞ্জে রবি ও সোমবার হরতাল
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
আগামিকাল ১৮ জানুয়ারি রবিব ও ১৯ জানুয়ারি সোমবার চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
শিবগঞ্জে যৌথবাহিনীর অভিযানের নামে দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং ছাত্রদলের এক নেতাকে হত্যার প্রতিবাদে এ হরতালের ডাক দেয় দলটি।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সভাপতি অধ্যাপক মো. শাহজাহান আলী মিঞা মোবাইল ফোনে হরতালের বিষয়টি নিশ্চিত করেন।
আজ শুক্রবার ভোররাত সাড়ে ৩ টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী।এসময় র্যাবের হাতে আটক এক ছাত্রদল নেতা পালাতে গিয়ে দুইপক্ষের বন্দুযুদ্ধে মারা যায়। নিহত মতিউর (২২) শ্যামপুরের বাজিতপুর গ্রামের অনুসাক আলী ওরফে মন্টু মিয়ার ছেলে।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক বলেন, মতিউর শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামানের দাবি, গতকাল বৃহস্পতিবার বিকালে মতিউরকে দুই সহযোগী হযরত আলী (১৮) ও শ্যামলসহ (১৮) আটক করে র্যাব। মতিউরের দেয়া তথ্য অনুযায়ী ভোররাত ৩টার দিকে তাঁকে নিয়ে কানসাট এলাকায় অস্ত্র উদ্ধারে যায় র্যাব। এ সময় র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। একপর্যায়ে মতিউর পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।
কামরুজ্জামানের দাবি, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, দুইটি এলজি বন্দুক, দুইটি ওয়ান শাটারগান, পাঁচটি গুলি, ১৭টি ককটেল ও ১০টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।
মতিউরের চাচা মজিবুর রহমান জানান, গতকাল বিকালে মতিউরকে ধরে নিয়ে যায় যৌথবাহিনী। আজ সকালে পুলিশের পক্ষ থেকে পরিবারকে ফোনে জানানো হয়, মতিউরের লাশ থানায় রাখা হয়েছে। এর বেশি কিছু জানি না।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান মিঞা জানান, এটা কোনো ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা নয়। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে র্যাব। তিনি আরো জানান, মতিউরকে হত্যা ও যৌথ অভিযানের নামে বাড়িঘরে ভাঙচুর চালানো ও অগ্নিসংযোগের প্রতিবাদে আগামী রোববারও সোমবার জেলায় টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/আবিদ