চাইনিজ ক্রিমি টমেটো স্যুপ

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৬ সময়ঃ ২:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৩ অপরাহ্ণ

creamy-tomato-soup2শীতের সময় বাহারি সব সবজি পাওয়া যায় হাতের কাছে। এই সময় টমেটো স্যুপ বেশ ভালো লাগবে।
চলুন দেখে নেই কীভাবে চাইনিজ ক্রিমি টমেটো স্যুপ তৈরী করা যায়-
প্রিপারেশন টাইম:
১০ মিনিট
রান্নার সময়:
২০ মিনিট
মোট সময়:
৩০ মিনিট
রেসিপি টাইপ: স্যুপ
পরিবেশন: ৪+

উপকরণ:
১/৪ ভার্জিন নারকেল তেল/বাটার
১টি মাঝারি পেঁয়াজ
রসুন ৩কোয়া
চিকেন স্টক ২ কাপ
৬ফ্রেশ টমেটো/২৮আউন্স টিনজাত টমেটো
১ কাপ নারকেলের দুধ
৬ আউন্স টমেটো পেস্ট
১ চা চামচ লবণ
১ চা চামচ কাঁচা-মরিচ
১/২ তাজা পুদিনা

প্রস্তুত প্রণালী:

একটি মাঝারি মাপের পাত্রে ভার্জিন নারিকেল তেল বা বাটার দিয়ে তাতে পেঁয়াজ কুচি,কাঁচামরিচ কুচি,এবং রসুনকুচি দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করুন ।
এরপর কুচি করা টমেটো,টমেটো পেস্ট,লবণ এবং চিকেন স্টক দিয়ে ২০ মিনিট রান্না করুন।
রান্না হয়ে এলে পুদিনা পাতা ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম ক্রিমি টমেটো স্যুপ।

 

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G