চাঙ্গা দুই পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচকের পাশাপাশি বেড়েছে টাকার লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০১টির দাম বেড়েছে, কমেছে ৮২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৬২ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০১ পয়েন্টে অবস্থান করছে।
আর টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৮১১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৫ কোটি টাকা বেশি। রোববার লেনদেন হয়েছিল ৮০৬ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ৭৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬১ কোটি ৬২ লাখ টাকা।
প্রতিক্ষণ / এডি / মেহেদী