চার দশক পর জানলেন বৃটেনে অবৈধ

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০১৫ সময়ঃ ৯:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

OBoidhoউইনি বার্কেনহেড ৪৮ বছর ধরে বৃটেনে বসবাস করছেন। উইনির বয়স ৫২ বছর। নাতিনাতনির মুখও দেখে ফেলেছেন ইতিমধ্যে। এতদিন পর সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে তিনি জানতে পারলেন সে একজন অবৈধ অভিবাসী।

দুই সন্তানে মা উইনি স্তন ক্যান্সারে সাথে লড়াই করছেন। ৪৮ বছর আগে ১৯৬৭ সালে মালয়েশিয়া থেকে ব্রিটেনে পাড়ি জমান উইনি। তখন তার কোনো পাসপোর্ট ছিল না। মায়ের পাসপোর্টেই ছবি ছিল তার। উইনির সৎ বাবা তখন ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করতো।

উইনি বার্কেনহাড এ ব্যাপারে বলেন, সবসময় মনে করে আসছি, আমি একজন ব্রিটিশ। এখন আমাকে মালয়েশিয়া চলে যেতে হবে এ কথা বিশ্বাস করতে পারছি না। আমার মা এখানকার নাগরিকত্ব পেয়েছিলেন। আমি ভেবেছিলাম আমিও এই দেশের নাগরিক।

উইনি আরও বলেন, আমি ভয়ে আছি কখন আমাকে মালয়েশিয়া পাঠিয়ে দেয়া হয়। আমি ওখানকার কাউকে চিনি না। এমনকি মালয়েশিয়ার ভাষাও জানি না। নরকের মতো অবস্থা মনে হচ্ছে আমার কাছে।

উইনি বার্কেনহেড বর্তমানে যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ারে থাকেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G