সিগারেটের নেশা ছাড়ার জন্য লোকে কত কি-ই না করেন। কিন্তু, শেষমেশ আর ছাড়া হয়ে ওঠে না। দু-দিন বন্ধ থাকলেও, ফের আবার ধুম লাগে ধূমপানে। তুরস্কের বাসিন্দা ইব্রাহিম ইউসেলও চেষ্টা করে যাচ্ছিলেন এই নেশা ছাড়ার। যখন কোনো কিছুতেই কাজ হয়নি, মুখটাই ঢেকে ফেলেন খাঁচায়। খাঁচাটি তিনি এমন ভাবে তৈরি করিয়েছেন, যাতে সিগারেট ঠোঁটে না ধরা যায়।
..বিস্তারিত