চীনের কুংফু দাদি
প্রতিক্ষণ ডেস্ক:
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা ঝাং হেশিয়ান। বয়স ৯৩ বছর ছাড়িয়ে গেলেও শারীরিক সুস্থ্যতার জন্য ব্যায়াম হিসেবে এখনও চালিয়ে যাচ্ছেন কুংফু চর্চা। আর তাই, এলাকাবাসীর কাছে তিনি পরিচিত কুংফু দাদি নামে।
টানা ৮৯ বছর ধরে কুংফু সাধনায় মগ্ন রয়েছেন ঝাং। বয়স অনেক বাড়লেও সহসাই কুংফু ছেড়ে দেয়ার কোন পরিকল্পনা নেই তার।
এখনো সজোরে ঘুষি চালাতে পারেন তিনি। বাঁশের লাঠি দিয়ে প্রতিপক্ষের মোকাবেলা করেন শক্ত হাতে।
প্রায় ৩০০ বছরের উত্তরাধিকার সূত্র আর শৈশবকালীন সময়ে নিজ দেশের সাথে অন্যান্য দেশের যুদ্ধ চলায় আত্নরক্ষার কৌশল হিসেবেই ঝাং বেছে নিয়েছে কুংফুকে। তিনি যে কুংফুর চর্চা করেন তার উৎপত্তি ফুজিয়ান প্রদেশে।
এই ক্রীড়ার ১৫টি প্রকারভেদের প্রত্যেকটির মধ্যে ৩৬টি করে কৌশল রয়েছে। সবগুলো কৌশলই মাত্র বছর তিনেকের মধ্যে রপ্ত করেছেন ঝাং। নিজের এই কুংফু চর্চার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন,
একেবারে শুরুর সময়টাই সবচেয়ে কঠিন মনে হয়েছিল। উবু হওয়ার একটা কৌশল শিখতে গিয়ে মাংসপেশিতে খুব যন্ত্রণা হতো। পরিবারে দারিদ্র থাকায়, অনুশীলনের পর খুব খিদে লাগলেও খাবার পাওয়া যেতো না।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আর কুংফু চর্চার কারণে শারীরিকভাবেও বেশ ভালো আছেন ঝাং। তাকে কখনোই হাসপাতালে যেতে হয়নি বলে জানান তিনি। শুধু নিজের মাঝেই কুংফু চর্চাকে সীমাবদ্ধ রাখেনি ঝাং। প্রতিবেশীদেরকেও শেখাচ্ছেন কুংফু চর্চা। ইন্টারনেটের বদৌলতে এ কাজের জন্য বেশ জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস