চীনে ভিপিএন সেবা বন্ধ
আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
চীন সরকার দেশটিতে বেশ কয়েকটি জনপ্রিয় ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) সার্ভিস ব্লক করে দিয়েছে।
ভিপিএন মূলত এমন একটি এনক্রিপ্টেড সিস্টেম যা ব্যবহারকারীর কম্পিউটার এবং ভিজিটকৃত ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ করতে সহায়তা করে।
ভিপিএন সেবা ব্যবহার করে ইন্টারনেট সেন্সরশিপ ফাঁকি দিয়ে আইএসপি কর্তৃক বন্ধ করে দেয়া সাইট ভিজিট করা সম্ভব।
চীন সরকার বলছে নিরাপত্তার খাতিরে তারা বিভিন্ন সাইট ব্লক করে রেখেছে যাতে তাদের দেশের ‘সাইবার সার্বভৌমত্ব’ রক্ষা করা যায়। আর এজন্য চীন সরকার অত্যাধুনিক নেট-সেন্সরশিপ ব্যবহারের মাধ্যমে তাদের দেশের জনগণের অনলাইন অ্যাক্টিভিটির তদারকি করছে।
গুগল, ফেসবুক এবং টুইটার এর মত বড় বড় ওয়েব সার্ভিস চীনে বন্ধ থাকার কারণে দেশটির লোকেরা বিভিন্ন ভিপিএন সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ওই সকল সাইট ভিজিট করে থাকেন।
“স্ট্রং ভিপিএন” নামক এক ভিপিএন সেবাদাতা প্রতিষ্ঠান বলছে তারা অতি দ্রুত চীনে তাদের সেবা পুনরায় চালু করবে। অবশ্য কোম্পানিটি কাস্টমারদের অফ-পিক আওয়ারে সেবাটি ব্যবহার করতে বলেছে যাতে সার্ভারে চাপ কম পড়ে।
প্রতিক্ষণ/এডি/জয়