চুল সোজা করুন প্রাকৃতিক উপায়ে
প্রতিক্ষণ ডেস্ক
অনেকেরই সোজা চুল পছন্দ। আর চুল সোজা করার জন্য অনেকে আয়রন আবার অনেকে রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকেন। পার্লারে গিয়ে খরচ করে হাজার হাজার টাকা। কিন্তু লাভ কী হয় তাতে? লাভের চেয়ে বরং লোকসানটাই বেশি হয়। কিছু সময়ের জন্য হয়তো চুল সোজা থাকে তবে এর ফলে চুলের হয় মারাত্মক ক্ষতি। চুলের ভাঙা, চুল পড়া এবং চুলকে আরও দুর্বল করে দেয় এসব পদ্ধতি। তাই চুল সোজা করুন প্রাকৃতিক উপায়ে। প্রাকৃতিকভাবে চুল সোজা করতে আপনার পছন্দের যেকোন পদ্ধতি ব্যবহার করতে পারেন।
পদ্ধতি-১. অলিভ অয়েলের সাথে দুটি ডিম মিশিয়ে চুলে মাখুন। হালকা আবরণ দিয়ে চুল ২০ মিনিট ঢেকে রাখুন অতঃপর ধুয়ে ফেলুন। এটি চুলের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনে। কেননা অলিভ অয়েলে আছে হাইড্রক্সিটিরোসল এবং ভিটামিন ই। আর ডিমে রয়েছে ভিটামিন, মিনারেল এবং ফ্যাটি এসিড।
পদ্ধতি-২. এই পদ্ধতি ব্যবহারের জন্য লাগবে ১ কাপ মুলতানি মাটি, ১ টি ডিম, ৫ চা চামচ চালের গুঁড়ো। প্রথমে একটি পাত্রে ডিমটি খুব ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে মুলতানি মাটি ও চালের গুড়ো দিয়ে ভালোমতো মিশিয়ে একটি পেস্টের মত তৈরি করুন। চুলের জট ছাড়িয়ে নিন। এরপর চুল আঁচড়ে পেস্টটি চুলে লাগিয়ে নিন। যতটা সম্ভব চুল সোজা রাখার চেষ্টা করুন। পুরোপুরি শুকিয়ে গেলে পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। প্রতি ৪ দিনে ১ বার করে এই পেস্টটি চুলে লাগান।
পদ্ধতি-৩. এই পদ্ধতিতে চুল সোজা করার জন্য দুধ, পানি ও একটি স্প্রে বোতল লাগবে। চুল যদি বেশি কোঁকড়া হয় তবে মিশ্রণে ২ টেবিল চামচ মধু দিয়ে নিন। প্রথমে দুধ ও পানি ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তা একটি স্প্রে বোতলে ঢোকান। চুলের জট ছাড়িয়ে এই মিশ্রণটি স্প্রে করুন পুরো চুলে। ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
পদ্ধতি-৪. বিশুদ্ধ নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। লেবুর রসে আছে চুল পরিষ্কার করার ও সোজা রাখার শক্তি যা চুলের উজ্জ্বলতা বাড়ায়।
পদ্ধতি-৫. তেল গরম করে চুলে প্রয়োগ করুন। গরম পানিতে একটি টাওয়েল ডুবিয়ে পানি নিংড়ে নিন এবং পাগড়ির মতো করে মাথায় বেঁধে রাখুন। এভাবে তিন থেকে চারবার টাওয়েল ভিজিয়ে পাঁচ মিনিট করে রাখুন। এরপর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে মোটা দাঁতের চিরুনি দিয়ে চিরুনি করুন। সপ্তাহে দুইবার এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।
প্রতিক্ষণ/এডি/এফটি