চুয়াডাঙ্গায় কৃষি বিপণন বিষয়ক কর্মশালা
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
চুয়াডাঙ্গায় ‘কৃষি বিপণন ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি ও বিকল্প চ্যানেল প্রতিষ্ঠায় এসেম্বল সেন্টারের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা কৃষি বিপণন ভবনে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কর্মশালা শুরু হয়। মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়া কৃষি বিপণন অধিদফতর এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদফতরের পরিচালক যুগ্ম সচিব মো. মাহবুব আহমেদ।
এসময় তিনি বলেন, ‘ গত ৪৪ বছরে দেশের কৃষিতে অভাবনীয় উন্নতি হয়েছে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুর দেশের অন্যতম শস্যভাণ্ডার। শস্যের ন্যায্য দাম পেতে হলে ভাল মান নিশ্চিত করতে হবে।’
কর্মশালায় চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার কৃষক, কৃষিপণ্য ব্যবসায়ী এবং কৃষি বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
প্রতিক্ষণ/এডি/জামিল