ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
আবারও ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। এতে ছাত্রলীগ কর্মী আলী ও রাসেল নামে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁও সদর হাসপাতারের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ এসময় সাতজনকে আটক করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন আগে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা দেয়। এতে সভাপতি মাহাবুব হোসেন রনি ও সাধারণ সম্পাদক করা হয় সানোয়ার পারভেজ পুলককে। কিন্তু ছাত্রলীগের একাংশ ওই কমিটিকে প্রত্যাখান করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আরেকটি কমিটি ঘোষণা দেয়। এতে সভাপতি করা হয় জিএম সিরাজী মিজান ও সাধারণ সম্পাদক করা হয় সৌরভ দাসকে।
পরবর্তীতে দেশীয় অস্ত্র নিয়ে মিজান ও সৌরভ বাহিনী একত্রিত হয়ে আবারো রনি ও পুলক বাহিনীকে ধাওয়া করে। ওই সময় শহরের দোকানপাট, যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠি চার্জ করে দুই দলকে ছত্রভঙ্গ করে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটি জরুরি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র এসএমএ মঈন ,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ আপেল প্রমুখ।
প্রতিক্ষণ / এডি / দাউদ