ছিনতাইকালে ২ ভুয়া ডিবিকে পিটুনি,পুলিশে সোপর্দ

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৪:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

6223গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকায় ছিনতাইকালে দুই ভুয়া গোয়েন্দা (ডিবি) পুলিশকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়। তারা হলেন- মিরপুরের রাজা মিয়ার ছেলে রানা (৩৫), দক্ষিণ মনিপুর এলাকার আক্কেল আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৪)।

টঙ্গী মডেল থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, টঙ্গীর মধুমিতা রোড এলাকায় বৃহস্পতিবার দুপুরে মাইক্রেবাসযোগে ৫-৬ জন লোক নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয়ে স্থানীয় গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি সোহেল আহম্মেদের কাছ থেকে ফ্ল্যাক্সিলোড ও মোবিক্যাশের ৬ লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় তার চিৎকারে স্থনীয় লোকজন এগিয়ে এসে তাদের মধ্যে দু’জনকে আটক করে গণপিটুনি দেয়।  পরে পুলিশ ঘটনাস্থল থেকে হ্যান্ডকাফসহ গুরুতর আহত ভুয়া দুই ডিবি পুলিশকে আটক এবং তাদের বহনকারী মাইক্রোবাসটি জব্দ করে। আটকদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামীণফোনের গাজীপুর জেলা ডিস্ট্রিবিউটর মো. মোবারক হোসেন জানান, টঙ্গী মধুমিতা রোড এলাকায় বিভিন্ন দোকান থেকে ফ্ল্যাক্সিলোড ও মোবিক্যাশের ৬ লক্ষাধিক টাকা সংগ্রহ করে তাদের সেনাকল্যাণ অফিসে যাচ্ছিলেন।

পথিমধ্যে তাদের টাকা কয়েকজন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে লুট করা চেষ্টা করে। এ ঘটনায় সুপার ভাইজার আল আমিন বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G