জঙ্গিদের সবাই আত্মঘাতী বিস্ফোরণে নিহত
মাহমুদ এইচ খান,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে পৃথক ২টি জঙ্গি আস্তানার মধ্যে ফতেহপুরে সোয়াটের অভিযানে ৭/৮ জন জঙ্গি নিহত হয়েছে। তারা সবাই ভয়ঙ্কর আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। তিনি আরো বলেন, জঙ্গিরা সর্বমোট ১২টি বিস্ফোরণ ঘটিয়েছে। ভয়ঙ্কর এই বিস্ফারণের মাধ্যমে তারা নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার সময় অভিযান শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানান তিনি। ২ দিনের এই অভিযানে এটাই ছিলো তাদের পক্ষে প্রথম ব্রিফিং।
এ সময় তিনি আরো বলেন, ‘বিস্ফোরণগুলো এতই ভয়াবহ ও শক্তিশালী ছিলো যে ওদের দেহ ক্ষত-বিক্ষত হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না নিহতের সংখ্যা কত। তবে ৭ থেকে ৮জন হবে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। লাশগুলো উদ্ধার করার পর সবকিছু নিশ্চিত করে বলা যাবে বলে ধারণা করা যাচ্ছে’।
সদর উপজেলা খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকার আস্তানায় গতকাল রাতের পর আজ বৃহস্পতিবার সকাল থেকে ২য় দফার অভিযান শেষে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
এরই সাথে অপর জঙ্গি আস্তানা শহরের বড়হাট এলাকার বাসাটিতে সোয়াট অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। যেকোনো সময় সেখানেও অভিযান চালানো হবে।
প্রতিক্ষণ/এডি/শাআ