জঙ্গি হামলায় সীতাকুন্ডে ২ পুলিশ আহত, আটক ৩

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৭ সময়ঃ ১১:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো :

সীতাকুণ্ড পৌরসভার লামারবাজার আমিরাবাদের একটি জঙ্গি আস্তানায়  অভিযান পরিচালনার সময় পুলিশের উপর তিনটি হাতবোমা ছুঁড়ে মারে জঙ্গিরা।এতে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেল সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরে অভিযান চালিয়ে এক নারী জঙ্গি ও তার সন্তানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা উগ্র সংগঠন জেএমবির সদস্য বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশ  জানায়, ১৫ দিন আগে জঙ্গিরা ছায়ানীড় ভবনের নিচতলার বাসাটি ভাড়া নিয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে চৌধুরীপাড়ার ছায়ানীড় ভবনের নিচতলার বাসায় অভিযান শুরু করে পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে জঙ্গিরা হ্যান্ডগ্রেনেড ছোঁড়ে। পুলিশ ওই সময় তিনজনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা উগ্রপন্থি সংগঠন জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা প্রতিক্ষণকে বলেন, ‘আটককৃতরা জেএমবির সদস্য। তারা চট্টগ্রামের বিভিন্ন স্থানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটাতে চেয়েছিল।

কিন্তু পুলিশের কারণে তাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

প্রতিক্ষণ/এডি/রনি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G