জন কির পদত্যাগ; প্রধানমন্ত্রী বিল ইংলিশ
অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী বিল ইংলিশকে নিউজিল্যান্ডের ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী জন কির এর জায়গায়।
মূলত, গত সপ্তাহে জন কি হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দেন।
এদিকে ন্যাশনাল পার্টির বৈঠকে উপপ্রধানমন্ত্রী হিসেবে সামাজিক গৃহায়নমন্ত্রী পলা বেনেটের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার বিল ইংলিশ ওয়েলিংটনের সরকারি ভবনে শপথ নেবেন।
ন্যাশনাল পার্টির প্রেসিডেন্ট পিটার গুডফেলো বলেন, ইংলিশ ও বেনেট দুর্দান্ত নেতা হতে যাচ্ছেন, যারা অভিজ্ঞতা ও নতুন চিন্তার অধিকারী।
গুডফেলো বলেন, তাদের নেতৃত্বে নিউজিল্যান্ডের নাগরিকরা স্থিতিশীল সরকারের কাছ থেকে লাভবান হবেন, পাশাপাশি পরিবার ও ব্যবসার জন্য তারা নিবেদিত হয়ে কাজ করবেন।
বিল ইংলিশ ১৯৯০ সালে পার্লামেন্টে যোগদান করেন। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
জন কি তার পদত্যাগের বিষয়ে গত সপ্তাহে বলেন, পারিবারিক কারণে তিনি পদত্যাগ করছেন। তার জীবনে এটাই সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলে জানান তিনি। ২০১৭ সালের নির্বাচনে দাঁড়াবেন না তিনবারের প্রধানমন্ত্রী।
প্রতিক্ষণ/এডি/শাআ