জমছেনা পাইকারী ঈদ বাজার

প্রকাশঃ জুন ২৮, ২০১৫ সময়ঃ ১০:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১১ অপরাহ্ণ

ফাহিম মোনায়েম, প্রতিক্ষণ :

km - Copy (2)সাধারণত প্রতিবছর রোজার শুরু থেকেই দেশের বৃহত্তম পাইকারি কাপড় বাজার ইসলামপুর ও সদরঘাট এলাকায় জমে ওঠে বিকিকিনি। কিন্তু চলতি বছরের রমজানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দশ রোজা পার হলেও জমে উঠছে না পাইকারি এ বাজার।তবে ব্যবসায়ীদের আশা শিগগিরই ক্রেতা সমাগমে জমে উঠবে মার্কেটের বেচাকেনা।

ব্যবসায়ীরা জানান, রমজান শুরু হওয়ার আগেই যাবতীয় প্রস্তুতি শেষ হয়ে যায় তাদের। রোজার প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা আসতে শুরু করেন। কিন্তু এবছর রোজার পরই টানা বৃষ্টিতে ক্রেতাদের দেখা মিলছে না। তবে ব্যাসায়ীরা আশাবাদী যে দু একদিনের মধ্যেই জমে উঠবে তাদের বাজার।
cloth - Copy
মাকের্ট গুলোর দোকেনে অলস বসে সময় পার করছে দোকানিরা। শাড়ি দোকানের কর্মচারীরা জানান,অন্যান্য বছর রমজান মাসের এমন সময়ে কথা বলারই সুযোগ থাকে না। ব্যস্ততার মধ্যেই সময় চলে যায় আমাদের। প্রতিদিন কয়েক লাখ টাকার কাপড় বিক্রি হয়। কিন্তু এ বছর এখন পর্যন্ত কোন বেচাকেনা নেই।

পাইকারি বাজার ইসলামপুরে বিভিন্ন দোকান কর্মচারীরা জানান, বছরের অন্যান্যে সময়ে যেমন বেচাকেনা থাকে,সেটাই আছে। দুয়েক জন পাইকারি ক্রেতা এসে বিভিন্ন দোকানে কাপড়ের দরদাম করছেন। অবশ্য কেউ কেউ কিনছেনও। কিন্তু ঈদের জন্য পাইকারি ক্রেতাদের দেখা সেভাবে এখনও মিলছে না।
cloth -1
সদরঘাট পাইকারি বাজারেও ক্রেতাদের দেখা মিলছে না জানান বিক্রেতারা।

সদরঘাট ব্যাসায়ীরা জানান,গতবার রোজা শুরু হওয়ার দুইদিন পর থেকে পণ্য বিক্রি শুরু হতো। কিন্তু এবছর দশ ৯ রোজায়ও কোন ক্রেতা সমাগম নাই। কারণ যানতে চাইলে বৈরি আবহাওয়ার কথা জানালেন তারা। তবে দুই তিনদিনের মধ্যে ভালো বিক্রির আশা রয়েছে এ বিক্রেতারও।

প্রায় ব্যবসায়ীরা জানান, রাজশাহী, চট্টগ্রাম, কুষ্টিয়া, রংপুর, খুলনা, নাটোরসহ দেশের প্রায় সব অঞ্চল থেকেই এখানে পাইকারি দরে কাপড় কিনতে আসেন ক্রেতারা। শিশু থেকে শুরু করে সব বয়সী km - Copyমানুষের কাপড়ের চাহিদা পূরণ করে থাকে এ বাজার দু’টি। এবারে কাপড়ের দামও বাড়েনি। গত বছরের দামেই বিভিন্ন কাপড় কিনতে পারছেন ক্রেতারা।

ব্যবসায়ীরা মনে করছেন, স্থানীয় বাজারে এখনো খুচরা ক্রেতারা কেনাকাটা শুরু করেননি। ফলে পাইকারি ক্রেতারাও তেমনভাবে আসছেন না। তবে আবহাওয়া ভালো থাকলে এ সপ্তাহেই পাল্টে যাবে চিত্র। জমে উঠবে কাপড়ের এসব পাইকারি বাজার।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G