জলবায়ু শীর্ষ সম্মেলন জাতিসংঘের সতর্ক বার্তা

প্রকাশঃ নভেম্বর ৭, ২০২২ সময়ঃ ১২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৩ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

জাতিসংঘের আবহাওয়া এবং জলবায়ু সংস্থা মিশরে কপ২৭ আলোচনা চলাকালীন ‘জলবায়ু বিশৃঙ্খলার’ রূপরেখা দিয়েছে। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়েছিলেন পৃথিবী গ্রহটি “দুর্দশার সংকেত” পাঠাচ্ছে। জাতিসংঘের প্রতিবেদনে পাওয়া গেছে, গত আট বছর এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ হওয়ার পথে রয়েছে পৃথিবী নামের গ্রহটি।

জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা রবিবার বিশ্বব্যাপী জলবায়ু প্রতিবেদনের বার্ষিক অবস্থা প্রকাশ করেছে। আরেকটি সতর্কবার্তা দিয়েছে, তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫সি (২.৭এফ) এ সীমাবদ্ধ করার লক্ষ্যমাত্রা “সবেমাত্র নাগালের মধ্যে” ছিল।

জাতিসংঘের কপ২৭ বিশ্ব আবহাওয়া সংস্থা জলবায়ু শীর্ষ সম্মেলন মিশরের লোহিত সাগরের রিসোর্ট শহরে শারম আল-শেখের অনুষ্ঠিত হওয়ার সময় বলা হয়, তাপ বেড়ে যাওয়াতে হিমবাহ গলে যাওয়া এবং মুষলধারে বৃষ্টির ফলে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে।  বলেছে যে ।

কপ২৭ শুরু হওয়ার সাথে সাথে, আমাদের গ্রহ দুর্দশার সংকেত পাঠাচ্ছে,” গুতেরেস প্রতিবেদনটিকে “জলবায়ু বিশৃঙ্খলার একটি ক্রনিকল” হিসাবে বর্ণনা করেছেন।

১৯ শতকের শেষের দিক থেকে পৃথিবী ১.১ ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণ হয়েছে এবং গত ৩০ বছরে এই বৃদ্ধির প্রায় অর্ধেক ঘটেছে, রিপোর্টে দেখা গেছে।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G