জাতিসংঘের নতুন তহবিল, তালিকায় বাংলাদেশেও
আন্তর্জাতিক ডেস্ক
বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় ১৬ কোটি ৮০ লাখ ডলার খরচ করবে জাতিসংঘ। আটটি প্রকল্পে ব্যয় হবে এ অর্থ। তহবিলের অর্থ যেসব দেশে ব্যয় হবে এর মধ্যে আছে বাংলাদেশের নাম।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘের ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ গতকাল শুক্রবার এ অর্থের অনুমোদন দিয়েছে। চলতি মাসের শেষের দিকে প্যারিসে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনের (কপ-২১) আগেই এ তহবিলের অনুমোদন দিল জাতিসংঘ।
বাংলাদেশের পাশাপাশি এ তহবিলের অর্থ যেসব দেশে যাবে এর মধ্যে পেরু, মালাউই, সেনেগাল, ফিজি ও মালদ্বীপের নাম উল্লেখ করা হয়। লক্ষ্য অর্জনে তহবিলের অর্থ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন গ্রিন ক্লাইমেট ফান্ডের সহসভাপতি হেনরিক হার্বো। গ্রিন ক্লাইমেট ফান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘প্রকল্পগুলোর অনুমোদন উন্নত দেশ ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভরসার চিহ্ন রাখবে।’
২০০৯ সালে করা প্রতিশ্রুতি অনুযায়ী ধনী দেশগুলো ২০২০ সাল থেকে প্রতিবছর জলবায়ু অর্থায়নে ১০০ বিলিয়ন ডলার সংস্থানে কীভাবে পরিকল্পনা করছে তার দিকেই তাকিয়ে আছে উন্নয়নশীল দেশগুলো।
নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা প্রভৃতি থেকে রক্ষায় উন্নয়নশীল দেশগুলো এসব অর্থায়ন কাজ করে। উন্নয়নশীল দেশগুলো অবশ্য উন্নত দেশের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবেও এসব অর্থায়ন দাবি করে। কেননা এসব দেশ মনে করে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশই দায়ী।
কপ-২১-এর আয়োজক ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গত মাসেই উন্নয়নশীল দেশগুলোর জন্য ‘অর্থায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞা’র কথা উল্লেখ করেছিলেন।
প্রতিক্ষণ/এডি/বিএ