জাতীয় শোক দিবস পালনে ইসলামী ব্যাংক

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৬ সময়ঃ ৭:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Islami Bank-15th August 2016

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

কর্মসূচির প্রথম দিন ১৩ আগস্ট ২০১৬, শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ও পরিচালকবৃন্দসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্বিতীয় দিন ১৪ আগস্ট ২০১৬, রবিবার ব্যাংকের ৩০৪টি শাখা এবং ১৪টি জোন কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচির তৃতীয় দিন ১৫ আগস্ট ২০১৬, সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া-মোনাজাতের পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এতে, ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, পরিচালক প্রফেসর ড. কাজী শহিদুল আলম, মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, মো. ওয়াহিদুজ্জামান খন্দকার, মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, মো. জয়নাল আবেদীন ও ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ব্যাংকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G