জানা অজানা আজব তথ্য
প্রতিক্ষণ ডেস্ক
বিশ্ব এক অপার জ্ঞানের ভান্ডার। বিশ্বের বিভিন্ন দেশ ও জায়গায় এবং এতে বসবাসরত মানুষের মধ্যে রয়েছে মজার মজার অনেক তথ্য। এমনই কিছু আজব তথ্য আজ আপনাদের জন্য।
# পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে।
# বিষ প্রয়োগ করার পর পড়ার সময় পিঁপড়া সবসময় তার ডান দিকে ঢলে পড়ে।
# ইঁদুর আর ঘোড়া কখনো বমি করেনা।
# ঘোড়ার লেজ কাটা পড়লে সেটা মারা যায়।
# ‘রিভার ডি’ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী।
# আমেরিকার ওকল্যান্ড ব্রীজ পৃথিবীর বৃহত্তম ব্রীজ।
# শ্রীলংকা হচ্ছে একমাত্র অমুসলিম দেশ যেখানে টেলিভিশনে এবং রেডিওতে ৫ ওয়াক্ত আযান সম্প্রচার করা হয়ে থাকে।
# নেপাল একমাত্র দেশ যে দেশের পতাকা চতুর্ভুজ নয়।
# পৃথিবীর এক তৃতীয়াংশই হলো মরুভূমি।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর