জাবি’র আট ছাত্রলীগ নেতা-কর্মী বহিষ্কার

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৫ সময়ঃ ৭:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ju-copy2পয়লা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে আদিবাসী এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় আটজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্য বিশেষ ক্ষমতাবলে ওই আটজনকে সাময়িক বহিষ্কার করেন।

শুক্রবার কার্যালয় থেকে এই আদেশ জারি করা হয়। তবে বহিষ্কৃতদের নাম প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার পয়লা বৈশাখের সন্ধ্যায় ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছে এক আদিবাসী ছাত্রী। দিনব্যাপী ছাত্রলীগের সমঝোতার চেষ্টার পর গত বুধবার রাতে ঘটনাটি প্রকাশ পায়।

এ বিষয়ে বৃহস্পতিবার উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী।

যৌন নিপীড়নের বিচারের দাবিতে শনিবার বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ। একই সঙ্গে নিপীড়নকারীদের আজীবন বহিষ্কার, বিশ্ববিদ্যালয় বাদী হয়ে ফৌজদারি মামলা দায়ের, নিপীড়িত ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G