জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০১৬ সময়ঃ ১২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১১ অপরাহ্ণ

mahmudur_236059প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণচেষ্টা ও হত্যা ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এতে করে মাহমুদুরের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

মাহমুদুর রহমানের পক্ষে মামলার শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, সালাহউদ্দিন আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১৮ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশ ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে ৭ সেপ্টেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই মামলায় মাহমুদুর রহমানকে নিয়মিত জামিন দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ ২০১৫ সালের আগস্টে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে এটি মামলায় রূপান্তরিত হয়।

২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারে আছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G