জাল স্ট্যাম্পসহ আটক ১
প্রতিক্ষণ ডেস্ক:
সোমবার রাজধানীর কোতয়ালী থানার গোয়ালনগর লেনের আজিজিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে জাল স্ট্যাম্প বিক্রির সময় র্যাব-২ এর একটি দল প্রায় পৌনে ৮ লাখ টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ মো. জসিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
এ সময় তার কাছ থেকে ৫, ১০, ২০, ৫০ এবং ১০০ টাকা মূল্যমানের জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী তার শ্যামপুরের বাসা থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প, বাংলা এবং ইংরেজিতে মুদ্রিত নিকাহনামা, বিবাহ বিচ্ছেদের ফরম উদ্ধার করা হয়।
র্যাব-২ এর উপ-পরিচালক ড. মো. দিদারুল আলম বলেন, দীর্ঘ দিন ধরে তিনি ঐ স্থানে রাস্তার উপর একটি টাইপিং মেশিন নিয়ে বিভিন্ন দলিলপত্র লেখা-লেখির কাজ করতেন। বেশি লাভের আসায় অসৎ উদ্দেশ্যে তিনি টাইপিংয়ের পাশাপাশি এ জাল স্ট্যাম্প বিক্রয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। উদ্ধারকৃত স্ট্যম্পের মূল্য ।
প্রতিক্ষণ/এডি/জুয়েল