জিনের বাদশা গ্রেফতার

প্রকাশঃ জুলাই ২৩, ২০১৫ সময়ঃ ৮:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৮ অপরাহ্ণ

জেলা ডেস্ক

nilfamariজিনের বাদশা খ্যাত বল্লেম চন্দ্র রায় (৩২)নামের এক প্রতারককে বিভিন্ন অপারেটরের ৭১টি মোবাইল সিম কার্ড, ২১টি মোবাইল সেট , ৫৮ জন বিভিন্ন নারী-পুরুষের পাসপোর্ট সাইজের ছবি উদ্ধারসহ পুলিশ গ্রেফতার করেছে।বুধবার গভীর রাতে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী গ্রামের নামাঞ্জীপাড়ার নিজ বাড়ি থেকে এএসপি সার্কেল ফিরোজ কবিরের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেলে পাঠানো হয়েছে বৃহস্পতিবার দুপুরে । গ্রেফতারকৃত যুবক ওই গ্রামের জগদীশ চন্দ্র রায়ের ছেলে।

অভিযোগ মতে গ্রেফতারকৃত বল্লেন চন্দ্র রায়ের নেতৃত্বে একদল প্রতারক বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে জিনের বাদশা পরিচয়ে সাধারণ মানুষজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে ঢাকার মতিঝিল থানার (১৮(৭)/১৫) একটি মামলা হয়েছে। ওই মামলার সূত্র ধরে নীলফামারী পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নীলফামারী সহকারী পুলিশ সুপার (সদও সার্কেল) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে গ্রেফতারের সময় তার ঘর থেকে বিভিন্ন অপারেটরের ৭১টি মোবাইল সিম, ২১টি মোবাইল সেট, ৫৮টি বিভিন্ন নারী-পুরুষের পাসপোর্ট সাইজের ছবি উদ্ধার করা হয়।

প্রতিক্ষন/এডি/মেহেদী

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G