জিয়ার আদর্শ লালন করতেন দীপন

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৮:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

bnp_nice_pic17জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন জিয়ার আদর্শকে বুকে লালন করে জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাদ জোহর দীপনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘দীপন সরাসরি বিএনপি করতেন না। বিএনপির মিছিল, মিটিংয়ে অংশ না নিলেও তিনি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করতেন।’

তিনি আরো বলেন, ‘দেশে আজ রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না। দেশে যখন রাজনীতি না থাকে তখন উগ্রবাদের আশঙ্কা থাকে। এ সংকট মোকাবিলার জন্য দলমত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। বিভেদ থাকলে চলবে না।’ বিরোধীদলের প্রতি ব্লেম গেম না দিয়ে বাস্তবতা উপলব্ধি করার জন্য আওয়ামী লীগ সরকারের প্রতি আহ্বান করছি।’

এছাড়া তিনি বলেন ‘আজ দেশে ঘরে ঘরে মানুষ আর্তনাদ করছে। দেশের মানুষ অস্বাভাবিক অবস্থার মধ্যে আতঙ্ক, ভয় নিয়ে দিনানিপাত করছে। আজকে শিক্ষক, কর্মী, নেতারা সন্ত্রাসীদের আক্রমণের শিকার হচ্ছে।’

উক্ত দোয়া মাহফিলে বিএনপির সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবীব, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিমসহ মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতান উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G