জয়ী হলেন হিলারি ও ট্রাম্প

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৬ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

trumpযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে নেভাডা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। আর সাউথ ক্যারোলিনাতে জয়ী হয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে এ দুজনই জয়ী হন।

হিলারি ক্লিন্টন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেন্ডার্সের চেয়ে খুবই অল্প ব্যবধানে জয় পান। হিলারি পেয়েছেন ৫২ শতাংশ আর তার প্রতিদ্বন্দ্বী, বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৮ শতাংশ সমর্থন।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩২.৫৬ শতাংশ। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবিও পেয়েছেন ২২.৪২%, ক্রুজ ২২.২৯%, জেব বুশ ৭.৮৬%। সাউথ ক্যারোলিনার ভোটাভুটির পর জেব বুশ নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আগামী শনিবার সাউথ ক্যারোলাইনায় অনুষ্ঠিত হবে ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচন। একই দিন নেভাদায় অনুষ্ঠিত হবে রিপাবলিকান দলীয় ককাস।  

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G