ঝিনাইদহে অভিযানে ২ জঙ্গি নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। ঐ বাড়ির আশপাশে ২০০ গজ এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।
আজ রোববার সকালে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন কাউন্টার টেরোরিজমের এডিসি নাজমুল ইসলাম, পুলিশের এসআই মহসিন ও মুজিবুর রহমান। আহতদের প্রথমে কোটচাঁদপুর হাসপাতালে ও পরে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আস্তানাটি ঘিরে রেখে এখনো অভিযান চালানো হচ্ছে। ঐ বাড়ির মালিক জহুরুল ইসলাম, আলম ও জসিমকে আটক করা হয়েছে।
ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জঙ্গি আস্তানা সন্দেহে রোববার ভোর থেকে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের জহুরুল ইসলামের বাড়িটি ঘিরে রাখা হয়। এক পর্যায়ে ঐ বাড়ির ভিতর থেকে গুলি ছোড়া হয়। গুলিতে নাজমুল হোসেন, মহাসিন হোসেন ও মুজিবুর রহমান আহত হন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুইপক্ষের গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এবং একজন আত্মঘাতী হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনো অভিযান চলছে।
প্রতিক্ষণ/এডি/সাই