টাইগার ক্যারাভ্যান টিমের প্রচারাভিযান
জামাল হোসেন বাপ্পা (বাগেরহাট প্রতিনিধি)
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বাঘের সংখ্যা দিন দিন কমে যাওয়ার কারণে বাগেরহাটে টাইগার ক্যারাভ্যান টিমের প্রচারাভিযান শুরু হয়েছে।
শনিবার সকালে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রচারাভিযানের উদ্ভোধন করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি।
সুন্দরবন পূর্ব বনবিভাগের আয়োজনে কয়েকটি বেসরকারি সংস্থার অর্থায়নে দেশব্যাপী বাঘ সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটে ৫ দিনব্যাপী টাইগার ক্যারাভ্যান প্রচারাভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার মো: নিজামুরহক মোল্যা, পূর্ব বিভাগীয় বনকর্মকর্তা মো: সাইদুল ইসলাম, ২৫ সদস্যের টাইগার ক্যারাভ্যান টিমের পরিচালক মীর মাহামুদ আলী প্রমূখ।
উদ্ভোধন শেষে পথ নাটক ও পটগান পরিচালনা করে টাইগার ক্যারাভ্যান টিমের সদস্যরা। টিমটি জেলার সুন্দরবন সংলগ্ন বিভিন্ন উপজেলার হাটবাজারে এ প্রচারাভিযান চালাবে।
#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।
প্রতিক্ষণ/এডি/এফটি