টাঙ্গাইলে চার সন্ত্রাসী আটক
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
রোববার ভোরে টাঙ্গাইলের পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি এম.এল’র আঞ্চলিক নেতা মো. আফজাল হোসেনকে তার তিন সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব-১২।
সোমবার দুপুরে টাঙ্গাইল র্যাব-১২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে সদর উপজেলার হুগড়া ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানে আফজাল হোসেনের (৩২) বাড়িতে অভিযান চালিয়ে ২টি ইউএস এর তৈরী ৭.৬৫ মি.মি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি, ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
তার দেয়া তথ্য অনুযায়ী আবুল হোসেন (৪৫), আবদুর রহমান (৩২) ও মো. আবদুর রহিম (২৬) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি রাম দা, ১টি চাপাতি, ১টি কিরিচ, এক কেজি গাঁজা ও মাদক বিক্রির ৭হাজার ৯শত টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যা ও অপহরণ মামলা রয়েছে। তারা টাঙ্গাইল ও সিরাজগঞ্জের চরাঞ্চলে চাঁদাবাজি সন্ত্রাস, ধর্ষণ, অপহরণ, জমি দখল ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে জানায় র্যাব।
প্রতিক্ষণ/এডি/নুর