টাঙ্গাইলে বাসের ধাক্কায় পুলিশ নিহত

প্রকাশঃ মে ১৭, ২০১৫ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৩ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

Road_Accidentটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আবদুল মজিদ (৫০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্বপাড় গোলচত্বরে দুর্ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার চণ্ডীপুরে।

বঙ্গবন্ধু সেতু পুলিশের এসআই শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে বঙ্গবন্ধু সেতুতে রাত্রিকালীন ডিউটি করছিলেন মজিদ। ভোরের দিকে সেতুর ওপর রাখা পুলিশের গাড়িতে একটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।

এদিকে জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গাইলে চাচাত ভাইয়ের ছেলের হাতে হাফিজুর রহমান (৪৬) নামে এক বিজিবি সদস্য খুন হয়েছেন।

শনিবার বিকেলে ঘাটাইল উপজেলার রূপের বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর কুষ্টিয়া ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নে নায়েক পদে কর্মরত ছিলেন।

টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের এএসপি আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত  করেছেন।

প্রতিক্ষণ/এডি/কামাল/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G