টানা অবরোধে ক্ষতি ৭৫ হাজার কোটি টাকা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৪:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

businessদেশের চলমান হরতাল, অবরোধ ও সহিংসতার কারণে গত ৩৩ দিনে ব্যবসা ক্ষেত্রে অন্তত ৭৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।

সহিংসতা বন্ধ ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দেশব্যাপী জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠানে তিনি আজ (রোববার) এ দাবি করেন।

কাজি আকরাম উদ্দিন বলেন, গত ৩৩ দিনের চলমান সহিংসতায় অর্থনীতির মোট ৭৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

এর মধ্যে পরিবহন খাতে ৯ হাজার ৫০০, পোশাক খাতে ৩০ হাজার, উৎপাদন খাতে ৪ হাজার, পর্যটন খাতে ৬ হাজার ৫০০, কৃষি ও পোল্ট্রি খাতে ৯ হাজার ৫১৮, হিমায়িত পণ্য খাতে ২৫০, আবাসন খাতে ৭ হাজার ৭৫৯ এবং খুচরা ও পাইকারি ব্যবসায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে। যা কখনোই ব্যবসায় সমাজ মেনে নিতে পারে না। শিগগিরই সংলাপের মাধ্যমে এ সংকটের সমাধান দাবি করেন এই ব্যবসায়ী নেতা।

এফবিসিসিআই’র সভাপতি বলেন, প্রতিবছর ৩০ লাখ মানুষ কর্মবাজারে আসছেন, যার বেশির ভাগেরই কর্মসংস্থান হচ্ছে বেসরকারি খাতে। কিন্তু টানা হরতাল-অবরোধে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা চলমান থাকলে নতুন কর্মসংস্থান দ‍ূরের কথা আগেরগুলোই ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

আমাদের দেশে যে সম্ভাবনা আছে তাতে প্রবৃদ্ধিকে ৮ শতাংশে উন্নীত করা সম্ভব। কিন্তু রাজনৈতিক টালমাটালে তা ৬ শতাংশে স্থিতিশীল হয়ে আছে।

ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে জানিয়ে এ হরতাল-অবরোধ নিষিদ্ধ করে আইন প্রণয়ণ করতে সরকারের আহ্বান জানান এফবিসিসিআই’র সভাপতি।

তিনি আরো বলেন, নৃশংসতায় নিহত হয়েছে শিশুসহ ৮৭ জন, পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে ২০০ জন, রেলে নাশকতা হয়েছে ১০ বার এবং ১ হাজার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এর আগে বেলা ১২টায় সমস্বরে জাতীয় সংগীত গেয়ে হরতাল-অবরোধের প্রতিবাদ জান‍ান দেশের ব্যবসায়ী সমাজ।

এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরামউদ্দিনের নেতৃত্বে অবস্থান কর্মসূচির শুরুতে সমস্বরে জাতীয় সংগীত গেয়ে ওঠেন ব্যবসায়ীরা। একই সময় দেশের অন্যান্য ব্যবসায়ীরা হরতালের প্রতিবাদে সমস্বরে জাতীয় সংগীত গেয়ে ওঠেন বলে জানান এফবিসিসিআই’র সভাপতি।

পরে আবারও জাতীয় সংগীত গেয়ে ১৫ মিনিটের এ অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G