টেকনাফে মিয়ানমার সেনাবাহিনীর ইউনিফর্ম উদ্ধার
মুহিববুল্লাহ মুহিব, কক্সবাজার প্রতিনিধি:
টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি করা আচার ও শুঁটকির বস্তার ভেতর অবৈধভাবে আনা মিয়ানমার সেনাবাহিনীর এক হাজার সাত শ‘ পিস ইউনিফর্ম জব্দ করেছে বন্দর শুল্ক বিভাগ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমদানিকৃত পণ্য খালাস করার সময় এসব ইউনিফর্ম জব্দ করা হয় বলে জানান বন্দর শুল্ক বিভাগের কর্মকর্তারা। এ সময় বার্মিজ মালামালও জব্দ করা হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মিয়ানমার সেনাবাহিনীর ইউনিফর্ম ২০০ পিস প্যান্ট, ২০২ পিস শার্ট, ইউনিফর্ম ব্যাগ ১৮৬ পিস, ৪৫২ পিস ইউনিফর্ম বেল্ট, ইউনিফর্ম রেইন কোর্ট ৩০ পিস, ইউনিফম’র্র সঙ্গে বুলেট রাখার জন্য তৈরি ব্যাগ ১৮ পিস, ইউনিফর্ম টুপি ৫০ পিস, ইউনিফর্ম হাফ গেঞ্জি ১৮ পিস, ইউনিফর্ম ব্যাজ ১২৭ পিস।
টেকনাফ স্থল বন্দর শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তা এএসএম মোশারফ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, এ ঘটনায় পার্বত্য এলাকার উপজাতি এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে অসমর্থিত সূত্র দাবি করলেও সংশ্লিষ্টরা মুখ খুলতে চায়নি।
প্রতিক্ষণ/এডি/তিদ