টেকনাফে ৩৬ কোটি টাকার ১২লাখ ইয়াবা উদ্ধার
বিজিবি কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ১২ লক্ষাধিক ইয়াবা উদ্ধার করেছে। এর মূল্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবুনিনয়া এলাকায় শুক্রবার সকাল ১১টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।
এ বিষয়ে তিনি বলেন, ‘মিয়ানমার থেকে ইয়াবার বড় একটা চালান আসার খবর পেয়ে বিজিবির একটি দল বঙ্গোপসাগর সংলগ্ন কচুবুনিয়া এলাকায় অবস্থান নেয়। পরে কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পানের বরজের খড়কুটা ও লতাপাতার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় চারটি বস্তা দেখেন বিজিবি সদস্যরা। এর ভেতরে পাওয়া গেছে ১২ লাখ ১০ হাজার ইয়াবা’।
তিন থেকে চারজন পাচারকারী এসব ইয়াবা বহন করছিল বলে অনুমান করলেও বিজিবি কাউকে আটক করতে পারেনি। এ ব্যাপারে বিজিবি কর্মকর্তা আবুজার বলেন, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে। এছাড়া তিনি জানান, উদ্ধার করা ইয়াবা বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/শাআ