টেক্সাসে হামলার দায় স্বীকার করলো আইএস

প্রকাশঃ মে ৫, ২০১৫ সময়ঃ ১০:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

deksasযুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে মহানবী (সাঃ) এর কার্টুন প্রদর্শনীতে হামলার ঘটনার দায় স্বীকার করেছে জিহাদী সংগঠন ইসলামিক স্টেট(আইএস)।

মঙ্গলবার চরমপন্থী দলটির আল বায়ান রেডিও স্টেশন থেকে এক অডিও বার্তায় হামলার এই দাবি করা হয়।

বার্তায় বলা হয়, খিলাফতের ২ জন সৈন্য রোববারের হামলার সাথে জড়িত। আমরা ভবিষ্যতেও এই ধরনের হামলার অঙ্গীকার করছি। তবে এটি পরিষ্কার নয় চরমপন্থী এই দলটি পরিস্থিতির সুযোগ নিয়ে এই হামলার ঘটনাকে নিজের বলে দাবি করছে কি না।

উল্লেখ্য, আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশিয়েটিভ নামের একটি সংগঠন গারল্যান্ডের ডালাসে কার্টিস কুলওয়েল সেন্টারে মহানবী (সাঃ) কার্টুন প্রতিযোগিতার আয়োজন করে। রোববার সন্ধ্যায় দুই অস্ত্রধারী প্রদর্শনী কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তার দিকে গুলি শুরু করে। এরপর গারল্যান্ড পুলিশ পাল্টা গুলি চালালে দুই বন্দুকধারী নিহত হয়।

প্রতিক্ষণ/এডি/কেয়া

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G