ট্রাম্পের সমালোচনায় ওবামা
প্রতিক্ষণ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার দেশে মুসলমানদের অভিবাসন নিষিদ্ধ করার পক্ষে যে যুক্তি দিয়েছেন, মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে কঠোর ভাষায় ট্রাম্পের ওই বক্তব্যের সমালোচনা করেন ওবামা।
তিনি বলেছেন, ট্রাম্প যে প্রস্তাব হাজির করেছেন, ওইরকম একটি আমেরিকা আমেরিকানরা ‘চায় না’।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আমেরিকান মুসলমানদের আলাদাভাবে দেখা হলে পশ্চিমা ও মুসলিম বিশ্বের দূরত্ব আরও বাড়বে; যুক্তরাষ্ট্রের বিপদও তাতে বাড়বে বলে মত দিয়েছেন ওবামা।
তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিষিদ্ধ করার যে প্রস্তাব করেছেন তা চরমপন্থিদের অপপ্রচারকে আরো উসকে দেবে এবং আমেরিকাকে আরো কম নিরাপদ করে তুলবে।
ওবামা মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে যেসব সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, সেগুলো চালিয়েছে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ব্যক্তিরাই। অরল্যান্ডোর হামলাকারী মতিনও ট্রাম্পের মতো নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেছেন।
ডোনাল্ড ট্রাম্প গত সোমবার তার পরিকল্পনার কথা প্রকাশ করেন। তিনি কথা বলেন, প্রেসিডেন্ট হলে যেসব দেশের মানুষ এর আগে দেশটিতে সন্ত্রাস সৃষ্টি করেছে বা হামলা চালিয়েছে সেসব দেশের মুসলিমদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি।
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।
ট্রাম্পের ওই বক্তব্যের জবাব দিয়ে ওবামা বলেন, আইএস এবং আল কায়েদার মতো গোষ্ঠীগুলো তাদের এই যুদ্ধকে ইসলাম বনাম আমেরিকা কিংবা ইসলাম বনাম পশ্চিমের মধ্যে যুদ্ধে পরিণত করতে চায়। এখন আমরা যদি সব মুসলমানকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করি তাহলে আসলে আমরা তাদের ফাঁদে পা দেব এবং তাদের কাজই আরো সহজ করে দেব।
তিনি আরো বলেন, আমরা এই আমেরিকা চাইনা যেখানে কোন গণতান্ত্রিক মতবাদের প্রতিফলন হবে না। এটা আমাদেরকে কোনভাবে অধিক নিরাপদ করবে না। এর ফলে আমরা পশ্চিমারা মুসলিমদের ঘৃণা করি বলে যে অপপ্রচার রয়েছে আইএস তা থেকে আরো উৎসাহ পাবে।
প্রতিক্ষণ/এডি/আরএম