ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারবেন না : ওবামা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ১:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৮ অপরাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক

9999999999ওবামা বলেছেন, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারবেন না; কারণ এটি অত্যন্ত কঠিন কাজ। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় এশিয়ান ইকোনমিক সামিটে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবামা এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করি; ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারবেন না। এর কারণ হলো আমেরিকার জনগণের ওপর আমার পর্যাপ্ত বিশ্বাস আছে।

হোয়াইট হাউজে যাওয়ার জন্য রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবার চেয়ে এগিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। আইওয়াতে অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনে দ্বিতীয় এবং নিউ হ্যাম্পশায়ারে জয় পেয়েছেন তিনি। শনিবার সাউথ ক্যারোলিনায় অনুষ্ঠিতব্য প্রাথমিক নির্বাচনেও ট্রাম্পের অবস্থান অন্যান্যদের চেয়ে এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ওবামা বলেন, এটা কোনো টক শো কিংবা রিয়েলিটি শো’র উপস্থাপনা নয়, কোনো পণ্যের প্রচারণাও নয়, এটা অত্যন্ত কঠিন। এটা কোনো সহযোগিতামূলক কাজ কিংবা যা খুশি তাই করারও বিষয় নয়, যেটা আপনাকে নির্দিষ্ট দিনে সংবাদের শিরোনামে নিয়ে আসবে।

বারাক ওবামার এ ধরনের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমন একজন প্রেসিডেন্ট আমার সমালোচনা করেছেন যিনি ইতোমধ্যে দেশের অনেক ক্ষতি করেছেন।

মুসলিম অভিবাসন প্রত্যাশীদের দেশ থেকে বের করে দেয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই ধনকুবের বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের দক্ষিণাঞ্চলে দেয়াল তৈরি করবেন; যাতে মুসলিমরা প্রবেশ করতে না পারে। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের দেশ থেকে তাড়িয়ে দেবেন বলেও মন্তব্য করেছেন।

 

প্রতিক্ষণ/এডি/অাস

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G