ট্রেনের ধাক্কায় আনসার সদস্য নিহত
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
লালমনিরহাটের কালীগঞ্জে দায়িত্ব পালনকালে বিশ্বনাথ (৫৩) নামের এক আনসার ও ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে।
গতরাত সাড়ে ১২ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের তুষভাণ্ডার ও কাকিনা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে চলন্ত ট্রেনের ধাক্কায় ওই আনসার সদস্য মারা যান বলে জানা গেছে। তাঁর বাড়ি উপজেলার শ্রীখাতা গ্রামে।
রেলওয়ে পুলিশ জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি যাত্রীবাহী ট্রেন উত্তর ঘনেশ্যাম এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন বিশ্বনাথ। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি ওই এলাকায় রেললাইন পাহারায় নিয়োজিত ছিলেন।
বিশ্বনাথের এক সহকর্মী জানান, ট্রেন আসার কিছুক্ষণ আগে রেললাইন দেখার জন্য তাঁবু থেকে বের হন বিশ্বনাথ। কিন্তু ট্রেন চলে যাওয়ার পরও ফিরে না আসায় আমি তাঁবু থেকে বের হয়ে ডাকাডাকি শুরু করি। এতে কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে গিয়ে তাঁবু থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখি।”
কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এনতাজুল হক জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, বিশ্বনাথ গত ১২ জানুয়ারি থেকে কাকিনা ও তুষভাণ্ডার স্টেশনের মধ্যবর্তী স্থানে রাতের পালায় দায়িত্ব পালন করছিলেন।
প্রতিক্ষণ /এডি/বাবুল