ডিবি’র  সোর্সকে অপহরণের পর  হত্যা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৯:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

images (1)নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শাহজাহান মিয়া নামে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সোর্সকে অপহরণ করে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া, তার সঙ্গে অপহৃত হয়েও ছুরিকাঘাতে আহত হয়ে পালিয়ে বেঁচে গেছেন মোহাম্মদ আলী নামে এক ট্রাকচালক।

চার দিন নিখোঁজ থেকে হাসপাতালে চিকিৎসা শেষে মোহাম্মদ আলী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাড়ি ফিরলে এ ঘটনা জানাজানি হয়। শাহজাহান ফতুল্লার তালতলা এলাকার বাসিন্দা ছিলেন।

ফতুল্লার পাগলা চিতাশাল খালপাড় এলাকার ট্রাকচালক মোহাম্মদ আলী  বলেন, ফতুল্লার দাপা, আলীগঞ্জ, পাগলা, চিতাশাল ও তালতলা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি ডাকাত শহীদ, সুমন, উত্তম, ফারুকসহ ১০-১২ জন দু’টি টেক্সিক্যাব নিয়ে গত ৯ ফেব্রুয়ারি রাতে ফতুল্লার তালতলা বালুর মাঠ এলাকায় আসে।

এসময় শাহজাহান ও আমি একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। সন্ত্রাসীরা এসেই শাহজাহানকে শার্টের কলার ধরে পিটিয়ে নীল রংয়ের একটি টেক্সিক্যাবে ওঠায়। সন্ত্রাসীদের হাতে অস্ত্র থাকায় ঘটনাস্থলে লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেনি।

মোহাম্মদ আলী বলেন, আমি শাহজাহানকে উদ্ধার করতে গেলে আমাকেও ওই ট্যাক্সিক্যাবে উঠিয়ে ফতুল্লার দাপা বালুর ঘাট এলাকায় নিয়ে যায় সন্ত্রাসীরা। পথে ধারালো ছুরি দিয়ে আমার সামনে শাহজাহানকে জবাই করে হত্যা করে।

পরে দাপা বালুর ঘাটে হাত পা বেঁধে শাহজাহান ও আমাকে একটি ট্রলারে ওঠায়। বুড়িগঙ্গা নদীর কান্দাপাড়া এলাকায় নিয়ে ট্রলার থেকে আমাকে ফেলে দিয়ে শাহজাহানকে নিয়ে বক্তাবলীর দিকে চলে যায়। পরে লোকজন আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে শাহজাহানের স্ত্রী সুলতানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্ষণকে জানান, শাহজাহানের চার দিন যাবত কোন সন্ধান পাচ্ছিলাম না।

বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেছি। লোকজনের কাছ থেকে শুনছি তাকে নাকি সন্ত্রাসীরা ধরে নিয়ে খুন করেছে। আমার দুই ছেলে এক মেয়ে আছে। সন্ত্রাসীদের ভয়ে থানায় গিয়ে মামলা করতে সাহস পাচ্ছি না।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক  বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G