ডিবি পরিচয়ে ৩ লাখ টাকা ছিনতাই

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৫ সময়ঃ ৩:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dbরাজধানীতে ডিবি পরিচয় দিয়ে দিনে-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মনির হোসেন (২৫) নামে এক টাইলসের দোকানের কর্মচারীকে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুর ১২ টার দিকে কারওয়ান বাজার রেলগেট-সোনারগাঁও হোটেলের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

আহত মনির হোসেন জানান, তিনি কুড়িল চৌরাস্তার মেঘনা নামে একটি টাইলসের দোকানে কাজ করেন। সকালে ব্র্যাক ব্যাংকের গুলশান-১ শাখা থেকে তিন লাখ টাকা তুলে রিকশাযোগে কারওয়ান বাজারের সিংহাই নামক দোকানে মাল কেনার জন্য যাচ্ছিলেন।

কারওয়ান বাজার রেলগেট ও সোনারগাঁও হোটেলের মাঝামাঝি স্থানে পৌঁছলে ডিবি পরিচয়ে তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে মারধর করা হয়। পরে তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়। এরপর হাতকড়া পরা অবস্থায় হাতিরঝিলের ছাপড়া মসজিদ এলাকায় গাড়ি থেকে ফেলে দেওয়া হয় তাকে।

পরে তার কাছে থাকা মোবাইল ফোন থেকে দোকানের মালিককে বিষয়টি জানান। পরে দোকানের মালিক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/নাসের

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G