ঢাকায় পিআইএর সব ফ্লাইট স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
বাংলাদেশকে না জানিয়ে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পিআইএ আজ শুক্রবার থেকে মার্চের ১০ তারিখ পর্যন্ত ঢাকায় সব বিমান চলাচল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশের নিরাপত্তা বাহিনী পিআইএ’এর যাত্রী এবং ক্রুদেরকে হয়রানি করার প্রতিবাদে এ পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করেছে বিমান।
এ ছাড়া পাকিস্তান সরকার পিআইএর কান্ট্রি ম্যানেজারকে ‘হয়রানি’র বিষয়ে বাংলাদেশের কাছে ব্যাখ্যা চেয়েছে।
পিআইএ মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস নিউজ সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।
এ মুখপাত্র বলেন, পিআইএ আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত ঢাকার সব ফ্লাইট স্থগিত করে দিয়েছে। যাত্রী ও ক্রুদের হয়রানির প্রতিবাদে এ পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করে এ মুখপাত্র আরো বলেন, হয়রানি বন্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত এ পদক্ষেপ অব্যাহত থাকবে।
গতকাল পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাসিম আসলাম বলেন, পিআইএ’র যাত্রী ও ক্রুদের হয়রানি করার বিষয়টি স্পষ্ট করার জন্য তাদের পক্ষ থেকে ইসলামাবাদের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
পিআইএ সূত্র থেকে বলা হয়েছে, গত দু’মাস ধরে বাংলাদেশী নিরাপত্তা কর্মকর্তারা পিআইএ’র যাত্রী ও ক্রুদের হয়রানি করছে। বুধবার নিরাপত্তা তল্লাশির কারণে পিআইএ’র ফ্লাইট পিকে-২৬৬ ঢাকা থেকে ছাড়তে তিন ঘণ্টা বিলম্ব হয়েছে।
বাংলাদেশের নিরাপত্তা বাহিনী পিআইএ স্টেশন ম্যানেজার আলী আব্বাসকে আটক করেছিল এবং তাকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে। এ ছাড়া, জাল মুদ্রা পাচারের অভিযোগে ঢাকায় পিআইএ’র কর্মকর্তাদের বাসভবনে তল্লাশি চালানো হয়েছে।
তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, জাল মুদ্রা ও সোনাপাচার সন্দেহে বেশ কয়েকবার পিআইএ কর্মকর্তাদের বাসায় তল্লাশি চালানো হয়। এ ছাড়া পাকিস্তানেও গত ৩১ ডিসেম্বর বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাদক পাচারের জন্য এক পিআইএ কর্মকর্তাকে গ্রেফতার করে সে দেশের মাদক নিয়ন্ত্রণ বাহিনী (এএনএফ)। ওই কর্মকর্তার যুক্তরাজ্যের বার্মিংহামে যাওয়ার কথা ছিল।
এদিকে পিআইএ কর্মকর্তা আলী আব্বাস, এর ক্রু ও যাত্রীদের ‘হয়রানি’র ব্যাপারে ব্যাখ্যা চেয়ে গতকাল ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান।
তিনি বলেন, এখন পর্যন্ত আলী আব্বাসের বাসায় তল্লাশি চালানোর ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে তাঁদের কিছু জানানো হয়নি। পাকিস্তান এ ব্যাপারে বাংলাদেশের জবাবের অপেক্ষায় থাকবে।
প্রতিক্ষণ /এডি/কবিতা