ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১১:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম  

015ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার বিকেল ৪ টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া আউটারে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুৎ হয়। ট্রেনটির লোকোমটিভ (ইঞ্জিন) ও ২ টি বগি লাইন থেকে সরে যায়। এ ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকা এবং সিলেট থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ ছিল।

আখাউড়া রেলওয়ে স্টেশনের লোকোসেড ইনচার্জ মো. মহসিন ভুইয়া জানান, খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করে।

 

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G