ঢাকা মহানগরীতেও বৃহস্পতিবার হরতাল

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৮:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১২ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hortal 3ঢাকা বিভাগের ৯ জেলায় হরতাল ডাকার পর এবার ঢাকা মহানগরীতেও হরতাল আহ্বান করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বুধবার সন্ধ্যায় ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন, ২০ দলীয় জোট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও জোটের নেতা-কর্মীদেরকে হত্যা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলমান অবরোধের পাশাপাশি ২৪ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে।’

ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ ঢাকাবাসীর প্রতি অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে ঢাকা বিভাগের নয় জেলায় (ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ) বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে ২০ দল।

তবে সে সময় বিএনপির মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছিলেন, ঢাকা মহানগর হরতালের আওতামুক্ত থাকবে।

প্রতিক্ষণ /এডি/গুলজার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G