আইএসই তিউনিসিয়ায় হামলা করেছে

প্রকাশঃ জুন ২৭, ২০১৫ সময়ঃ ৯:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

gun-attackউত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার পর্যটন নগরী সউসেতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

রাজধানী তিউনিস থেকে দেড়শ কিলোমিটার দূরে অবস্থিত সউসেতে শুক্রবার দুপুরে দু’টায় হোটেলে হামলার ঘটনা ঘটে।

এদিকে ঐ ঘটনায় প্রাথমিকভাবে ২৭ জনের নিহতের খবর জানা গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৬ জন।

তবে পুলিশের পাল্টা জবাবে ঐ হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এছাড়া তার শরীর থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে তিউনিসিয়ান ছাড়াও ব্রিটিশ, জার্মান, বেলজিয়াম, ফ্রান্স ও অন্তত একজন আয়ারল্যান্ডের নাগরিক রয়েছেন।

tunisia

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ঐ জঙ্গি হোটেলের সৈকতের অবকাশ ছাতার নিচে একটি রাইফেল (একে ৪৭) লুকিয়ে রাখে। হঠাৎই অতর্কিত গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের অধিকাংশ ব্রিটিশ নাগরিক বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাবিব ইস্সিদ।

এর আগে গত মার্চে তিউনিসের জাতীয় জাদুঘরে জঙ্গি হামলায় অন্তত ২২ জনের প্রাণহানি হয়, যাদের অধিকাংশই ছিলেন বিদেশি নাগরিক।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G