তিনদিনের রিমান্ডে যাকাত ট্র্যাজেডির হোতারা
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
যাকাতের কাপড় নিতে এসে ২৭ জনের মৃত্যুর ঘটনায় নূরানী জর্দা কোম্পানির মালিক ও তার ছেলেসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে রবিবার দুপুরে তাদের ১নং আমলী আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ।বিচারক আহসান হাবিব তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১০ জুলাই নূরানী জর্দা ফ্যাক্টরিতে যাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে ওই রাতেই মালিক শামীম তালুকদার ও তার ছেলে হেদায়েত তালুকদারসহ আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- ফ্যাক্টরির ম্যানেজার ইকবাল হোসেন, আরমান হোসেন, আলমগীর কবীর, শামসুল হক, আব্দুল হানিফ ও তাদের গাড়িচালক মো. পারভেজ।
এদিকে নূরানী জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদার ও তার ছেলে হেদায়েত তালুকদারসহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে শত শত নারী-পুরুষ। তারা শামীম তালুকদারের মুক্তি দাবি করেন।
প্রতিক্ষণ/এডি/জুয়েল