তিন সিটিতে মেয়র প্রার্থী দিলেন চরমোনাই
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচনে প্রার্থী দিয়েছে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের দল ইসলামী আন্দোলন।
ঢাকা সিটি করপোরেশন উত্তে মেয়র প্রার্থী হিসেবে দলের ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিমে হেমায়েত উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী দলের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র প্রার্থী দলের চট্টগ্রাম মহানগর নেতা মহিউদ্দীন আহমদকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
রবিবার দলটির মজলিসে আমেলার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, কেবল পরিবর্তনের জন্য পরিবর্তনে আমরা বিশ্বাস করি না। প্রচলিত শাসন ব্যবস্থার সম্পূর্ণ পরিবর্তন এবং নেতা নয়, নীতির পরিবর্তন দরকার। ইসলামী আন্দোলন দেশে পৃথক একটি সাচ্চা ইসলামি শক্তির উত্থান চায়। গতানুগতিক রাজনীতির দ্বারা এটা সম্ভব নয়।
রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তনের লক্ষ্যে তৃণমূল পর্যন্ত সৎ, যোগ্য, দক্ষ ও খোদাভীরু নেতৃত্ব তৈরির লক্ষ্যে ইসলামী আন্দোলন মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থীও দেবে। সেই প্রস্তুতি চলছে এবং আগামী দুই এক দিনের মধ্যেই কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা পেশ করা হবে।
চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন প্রচলিত রাজনীতির পরিবর্তে আদর্শিক পরিবর্তনে বিশ্বাসী বলেই রাজনীতিতে পৃথক একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফরম তৈরি জন্য কাজ করে যাচ্ছে। এ পরিবর্তনের ধারাবাহিকতায় সবাইকে অংশ নেওয়া উচিত বলেও আমরা মনে করি।
প্রতিক্ষণ/এডি/সুজন