তুরস্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে দুর্বৃত্তের হামলা

প্রকাশঃ আগস্ট ১০, ২০১৫ সময়ঃ ১:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

turkiতুরস্কের রাজধানি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা চালিয়েছে দুই বন্দুকধারী। তাদের প্রতিরোধে প্রথমে নিরাপত্তা প্রহরি ও পরবর্তীতে পুলিশ পাল্টা হামলা চালালে পালিয়ে যায় বন্দুকধারীরা।

আলজাজিরা জানিয়েছে যে, কনস্যুলেটে হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে নিকটবর্তী একটি এপার্টমেন্ট থেকে আক্রমণকারীদের একজনকে আটক করেছে ইস্তানবুল পুলিশ। আটককৃত আক্রমণকারী একজন মহিলা যিনি আক্রমন চলাকালে গুরুতর ভাবে আহত হন। অপর আক্রমণকারীকে পুলিশ খুঁজছে এবং আটককৃত হতে জানা যায় যে তিনি একজন পুরুষ।

ঘটনাটি সোমবার সকালেই ইস্তাম্বুলের একটি পুলিশ স্টেশনে বোমা হামলা চালানোর একঘণ্টা পরে ঘটে।  এই বোমা হামলায় সাত পুলিশ সদস্যসহ দশজন আহত হন। পুলিশ স্টেশনে আততায়ী দের ভারী গুলি বর্ষণে তিনতলা ভবনের একটি অংশ ভাঙ্গে যায়।

তুরস্ক ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে এখন উত্তেজনা বিরাজ করছে। একই সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে তুরস্ক। ফলে কারা এসব হামলা চালাচ্ছে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

 

প্রতিক্ষন/এডি/ইম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G