তুরস্কে জরুরি অবস্থা জারি
প্রতিক্ষণ ডেস্কঃ
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রাজধানী আঙ্কারা থেকে দেয়া সরাসরি ভাষণে দেশটিতে তিন মাসের জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট এরদোগান। তার সভাপতিত্বে আঙ্কারা প্রেসিডেন্ট প্রাসাদে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর তুরস্কে জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়া হয়।
ওই ঘোষণায় তিনি বলেন, তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্যে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্যই এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। যদিও এই জরুরি অবস্থা সংসদকে পাশ কাটিয়ে যাওয়া এবং সাধারণ মানুষের অধিকার খর্ব করার ক্ষমতা দিচ্ছে প্রেসিডেন্টকে। এ সময় তিনি গণতন্ত্রের প্রতি যে কোনো ধরনের হুমকি মোকাবিলা প্রতিশ্রুতির জনগণের মৌলিক স্বাধীনতা রক্ষার ঘোষণা দেন।
অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে প্রায় ১০ হাজার লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ৬ শতাধিক স্কুল। এছাড়া বরখাস্ত করা হয়েছে বিচারক, শিক্ষক, সরকারি কর্মকর্তা কর্মচারীসহ ৫০ হাজারের মত মানুষকে। এদের মধ্যে ১৫৭৭ জন বিশ্ববিদ্যালয় ডিন, ৮ হাজার পুলিশ এবং ১৫শ অর্থ মন্ত্রণালয়ের কর্মচারী।
বুধবার উচ্চপদস্থ ৯৯ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। নির্বাসিত নেতা গুলানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ তুলে ৩৪ সাংবাদিকের প্রেস পরিচয়পত্র ছিনিয়ে নেয়া হয়েছে। লাইসেন্স কেড়ে নেয়া হয়েছে আরো ২১ হাজার শিক্ষকের।
এরদোগান দাবি করেন, শুক্রবার রাতের অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে মার্কিন প্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন জড়িত ছিলেন। তবে এ অভিযোগ তিনি অস্বীকার করেছেন। এর বিপরীতে পাল্টা অভিযোগ করেন, বিরোধীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোর জন্য এরদোগান নিজেই অভ্যুত্থানের নাটক সাজিয়েছেন।
প্রতিক্ষণ/এডি/অারএম