তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্কের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ নভেম্বর ২৫, ২০১৫ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৪ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

jhalkati‘স্বাধীন হলে নারীর চলার পথ, নিশ্চিত হবে দেশের ভবিষ্যৎ’ শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে বুধবার বেসরকারি সংস্থা ‘নাগরিক উদ্যোগ’ এর আয়োজনে সদর উপজেলা তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্কের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি থেকে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে তা শেষ হয়। সদর উপজেলার ১০টি ইউনিয়নের দুই শতাধিক নারীনেত্রী এতে অংশ নেন। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রাপ্তির সাফল্যের কাহিনী বর্ণনা, ঘোষণাপত্র পাঠ, নতুন কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী এতে প্রধান অতিথি এবং প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, স্টেপসের সামাজিক উদ্যোক্তা দলের অহ্বায়ক মনোয়ার হোসেন খান, জেলা সুজন সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক সুপ্রভাত হালদার, শেখেরহাট ইউপি চেয়ারম্যান নূরুল আলম খান সূরুজ, গাবখান-ধানসিড়ি ইউপি চেয়ারম্যান একেএম জাকির হোসাইন, নারী অধিকার দলের সাধারণ সম্পাদক দিলদার আহমেদ নবীন বিশেষ আলোচক ছিলেন। উপজেলা নেটওয়ার্ক প্রধান কামনা কর্মকারের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক নাজনীন কবির মিতুল বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

এছাড়া নাগরিক উদ্যোগের কর্মসূচি কর্মকর্তা ফাহমিদা আক্তার নিপা, মোঃ রেজবিউল কবির ও সুকুমার মিত্র এবং উপজেলা সমন্বয়কারী গাজি আবদুল্লাহ আল মাহমুদ বক্তৃতা করেন। কামনা কর্মকারকে সভাপতি ও নাসরিণ সুলতানাকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা নারীনেত্রী নেটওয়ার্কের নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে কমিটির কর্মকর্তা-সদস্যদের পরিচয় করিয়ে দেয়াসহ তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G