তেজগাঁওয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ি এলাকায় ওয়াশিকুর রহমান মিশুক (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল সোয়া ৯ টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে জিকরুল্লাহ (১৯) ও আরিফ (২০) নামে দুই মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।
নিহতের পিতার নাম টিপু সুলতান। তারা শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকার বাসিন্দা। নিহত ওয়াশিকুর ফারইস্ট এভিয়েশন নামে একটি ট্রাভেল এজেন্সিতে গত এক বছর ধরে কর্মরত ছিলেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এএসআই হুমায়ুন কবির হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল সোয়া ৯ টার দিকে বেগুনবাড়ির দিপিকার মোড় এলাকায় দুর্বৃত্তরা ওয়াশিকুরকে এলোপাতারি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ওয়াশিকুরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই আরও জানান, ওয়াশিকুরের পকেট থেকে পাওয়া তার ভোটার আইডি কার্ড থেকে জানা যায়- তিনি টিপু সুলতানের ছেলে। বেগুনবাড়ি তেজগাঁও এলাকায় তিনি থাকেন।
ওয়াশিকুর রহমান মূলত ফেসবুকে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতো। এ কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে পৌঁছান।
এ ঘটনায় জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটকেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকার করেছে।
এদিকে, ফারইস্ট এভিয়েশন ট্রাভেল এজেন্সির মালিক কুতুব উদ্দিন চৌধুরী বলেছেন, ওয়াশিকুর আমার প্রতিষ্ঠানে আইটি বিভাগে কাজ করতো। এর বাইরে সে আর কিছু করতো কি না তা আমার জানা নেই।
প্রতিক্ষণ/এডি/আরিফ