তেলাপোকা বাঁচাবে জীবন!
প্রতিক্ষণ ডেস্কঃ
তেলাপোকা। নাম শুনলেও গা টা কেমন ঘিনঘিন করে ওঠে। নোংরা বাথরুম ও রান্নাঘরকেই তেলাপোকাদের বাসস্থান মনে করি আমরা। আর মনে করি, যাবতীয় রোগ-জীবাণু ছড়িয়ে বেড়ানোই এর কাজ। কিন্তু জানেন কি, এই তেলাপোকাও পারে আপনার জীবন বাঁচাতে? তবে এই তেলাপোকা বিজ্ঞানীদের হাতে পড়ে সাইবর্গে রূপান্তরিত হওয়া তেলাপোকা।
বিজ্ঞানীরা জীবন্ত তেলাপোকা ব্যবহার করেই তৈরি করেছেন রোবট তেলাপোকা বা রিমোট কন্ট্রোলড সাইবর্গ ককরোচ। এই সাইবর্গ তেলাপোকার কাজ হবে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকায় আহত ব্যক্তিদের খুঁজে বের করা।
২০১৪ সালে শুরু হওয়া এই প্রোজক্টটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা শুরু করেন। তারা জীবন্ত তেলাপোকার পিঠে ইলেকট্রনিক ব্যাকপ্যাক এবং মাইক্রোফন স্থাপন করেন যা তেলাপোকাটির চলাচল নিয়ন্ত্রণ করে এবং আবদ্ধ জায়গায় আটকে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে সাহায্য করে।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া