ত্বকের যত্নে স্মার্ট মিরর

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৭ সময়ঃ ৭:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

02আয়নায় মানুষ যে প্রতিবিম্ব দেখতে পায় তা কিন্তু উল্টো। এটি অনেকের কাছেই হয়তো অজানা। আর তাই, এই সমস্যার সমাধানে এবার বাজারে এসেছে স্মার্ট মিরর। এর নাম হাইমিরর। এটি ক্যামেরার সাহায্যে ব্যক্তির সঠিক প্রতিচ্ছবি দেখতে সাহায্য করবে।

সাড়ে পাঁচ পাউন্ডের এই মিররটিতে আছে একটি ক্যামেরা এবং ১৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। এই মিরর ক্যামেরার সাহায্যে আপনার প্রতিদিনের ছবি তুলে রাখবে। এরপর মুখমন্ডলের ব্রন, ডার্ক সার্কেল, ডার্ক স্পট, রেড স্পট নির্ণয় করবে। পরবর্তীতে আপনার মুখ মন্ডলের ত্বক কীভাবে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তা জানিয়ে দেবে। ত্বকের যতেœর জন্য মিররটি একটি টিউটোরিয়াল ভিডিও দেখাবে আপনাকে।

এই মিররের তোলা ছবি ফোনের মাধ্যমেও দেখা যাবে। ডিভাইসটি অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা যাবে। এই স্মার্ট মিররটি সংগ্রহের জন্য আপনাকে গুণতে হবে ১৮৯ ডলার।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G